ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ক্রিকেট

কোহলিকে ছাড়িয়ে বাবরের রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২১
কোহলিকে ছাড়িয়ে বাবরের রেকর্ড

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে দ্রুততম সময়ে ২০০০ রানের রেকর্ড এতদিন ছিল বিরাট কোহলির দখলে। সেই রেকর্ডের নতুন মালিক এখন বাবর আজম।

জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে এই রেকর্ড গড়েন বাবর।

২০০০ রানের মাইলফলক স্পর্শ করতে ভারতীয় অধিনায়ক কোহলির লেগেছিল ৫৬ ইনিংস। তার চেয়ে ৪ ইনিংস কম খেলেই রেকর্ড নিজের করে নিলেন পাকিস্তানি অধিনায়ক।  

বাবর ও কোহলির পর সবচেয়ে দ্রুততম সময়ে ২০০০ রানের মাইলফলকের তালিকায় আছেন যথাক্রমে অ্যারন ফিঞ্চ (৬২), ব্রেন্ডন ম্যাককালাম (৬৬) ও মার্টিন গাপটিল (৬৮)।

তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের হিসেবে বাবরের চেয়ে এখনও যোজন যোজন ব্যবধানে এগিয়ে আছেন কোহলি। ৯০ ম্যাচের ৮৪ ইনিংসে ব্যাট করে তালিকার শীর্ষে থাকা কোহলির সংগ্রহ এখন পর্যন্ত ৩১৫৯ রান। ৫৪ ম্যাচের ৫২ ইনিংসে ব্যাট করে বাবরের সংগ্রহ ২০৩৫ রান। পাকিস্তানের এই তারকা ব্যাটসম্যান আছেন তালিকার একাদশ স্থানে।

Babar Azam reaches 2000 T20I runs four innings quicker than the previous record-holder, Virat Kohli ?

Posted by ESPNcricinfo on Sunday, April 25, 2021

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।