ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ভারতের জয় রুখে দিল বৃষ্টি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, আগস্ট ৮, ২০২১
ভারতের জয় রুখে দিল বৃষ্টি

বৃষ্টি বাগড়ায় কপাল পুড়লো ভারতের। ট্রেন্ট ব্রিজে ৫ ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ইংল্যান্ডের বিপক্ষে সফরকারীরা এগিয়ে থাকলেও শেষদিনে বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি ম্যাচটি।

ফলে ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বিরাট কোহলির দলকে।

নটিংহ্যাম টেস্টে জয়ের জন্য পঞ্চম দিনে ১৫৭ রান প্রয়োজন ছিল ভারতের। কিন্তু বৃষ্টি বাঁধায় মাঠেই নামতে পারলো না সফরকারীরা। তাই দ্বিতীয় সেশনর পর শেষ পর্যন্ত ম্যাচটির ফলাফল ড্র বলে ঘোষণা করেছেন ম্যাচ অফিসিয়ালরা।

চতুর্থ দিনে ইংল্যান্ডের হয়ে জো রুট সেঞ্চুরি করে দলকে টেনে তুললেও জসপ্রীত বুমরাহর দুর্দান্ত বোলিং রুখে দেয় স্বাগতিকদের। রুটের সেঞ্চুরিতে ইংলিশদের দেয় ২০৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বৃষ্টির আগে ভারত সংগ্রহ করে ১ উইকেটে ৫২ রান।

বৃহস্পতিবার (১২ তারিখ) লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে সিরিজের দ্বিতীয় টেস্টে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সফরকারী ভারত।  

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।