ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ৮, ২০২১
টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে টসে হেরে শুরুতে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ।

বুধবার মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস শুরুর ঘণ্টাখানেক আগে হঠাৎ বাগড়া দেয় বৃষ্টি।

ম্যাচ নিয় শঙ্কা জেগেছিল। তবে দ্রুতই সেই শঙ্কা কেটে গেছে। বৃষ্টি থেমে উঠেছে রোদ। আকাশও পরিস্কার। এরপর টসে নামেন দুই দলের অধিনায়ক। আর টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত কিউই অধিনায়ক টম ল্যাথাম।

এখন পর্যন্ত সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।

আজকের ম্যাচে তৃতীয় ম্যাচের একাদশই খেলাচ্ছে বাংলাদেশ। অন্যদিকে জ্যাকব ডাফি এবং স্কট কুগেলিনের জায়গায় নিউজিল্যান্ড দলে ফিরেছেন হামিশ বেনেট ও ব্লেয়ার টিকনার।

বাংলাদেশ দল: মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), নুরুল হাসান (উইকেটকিপার), আফিফ হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড দল: রচিন রবীন্দ্র, ফিন অ্যালেন, উইল ইয়াং, টম ল্যাথাম (অধিনায়ক ও উইকেটকিপার ), কলিন ডি গ্র্যান্ডহোম, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল, কোল ম্যাকোনকি, এজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার ও হামিশ বেনেট।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৮, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।