ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানের বিশ্বকাপ দল নিয়ে খুশি নন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
পাকিস্তানের বিশ্বকাপ দল নিয়ে খুশি নন আফ্রিদি

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে গত ৬ সেপ্টেম্বর স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ স্কোয়াড নিয়ে সন্তুষ্ট নন দেশটির সাবেক অল-রাউন্ডার শহিদ আফ্রিদি।

বিশ্বকাপের আগে স্কোয়াডে পরিবর্তন আসার ইঙ্গিত দিয়েছেন তিনি।

বাবর আজমকে অধিনায়ক করে ১৫ সদস্যের ঘোষিত টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পায়নি অভিজ্ঞ শোয়েব মালিক ও সরফরাজ আহমেদ। তাছাড়া কয়েকজন ক্রিকেটার কিভাবে জায়গা পেয়েছেন সে ব্যাপারে কিছুই বুঝেননি বলে দাবি করেন আফ্রিদি। ক্রিকেট পাকিস্তানকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এ তারকা বলেন, ‘আমি এমন দল নির্বাচন করায় অবাক হয়েছি! আমি বুঝতে পারছি না এখানে দুই-তিনজন খেলোয়াড় কিভাবে জায়গা করে নিল। তাছাড়া এখানে কয়েকটি নাম দল থেকে কিভাবে বাদ দেওয়া হয়েছে, এটাও বুঝতে পারছি না। ’

বিশ্বকাপের আগে স্কোয়াডে পরিবর্তন আসতে পারে বলেও জানান আফ্রিদি। তিনি বলেন, ‘আমি কিছু তথ্য পেয়েছি। আসছে বিশ্বকাপে হয়তো কিছু পরিবর্তনসহ আরেকটি দল ঘোষণা করবে পিসিবি। ’

এদিকে পাকিস্তানের স্কোয়াডে পরিবর্তন আসতে পারে বলে জানিয়েছেন পিসিবির প্রধান নির্বাচক মোহাম্মদ ওয়াসিম। তিনি বলেন ‘বিশেষ পরিস্থিতি ও ব্যতিক্রমী কারণে যদি দরকার হয় আমরা প্রয়োজনীয় পরিবর্তন করতে পারি। ’

আইসিসির বেধেঁ দেওয়া নির্ধারিত সময়ের মধ্যে বিশ্বকাপের জন্য সব দেশই নিজেদের স্কোয়াড চূড়ান্ত করেছে। তবে আগামী ১০ অক্টোবরের মধ্যে দলে পরিবর্তন আনার সুযোগও রেখেছে সংস্থাটি।  

পাকিস্তান স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), আসিফ আলী, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, শোয়েব মাকসুদ, আজম খান, মোহাম্মদ রিজওয়ান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, শাদাব খান, হারিস রউফ, হাসান আলী, মোহাম্মদ হাসনাইন, শাহীন শাহ আফ্রিদি।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২১
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।