ইনজুরি যেন পিছু ছাড়ছে না ইংলিশ ক্রিকেটারদের। জোফরা আর্চারের পর এবার চোটে পড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে চিটকে পড়েছেন ইংল্যান্ড দলের অলরাউন্ডার স্যাম কারেন।
শনিবার (২ অক্টোবর) আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠে নেমে পিঠের নিচে ব্যাথা অনুভব করেন স্যাম কারেন। এ ব্যাথা ধীরে ধীরে কাল হয়ে দাঁড়িয়ে ভয়ঙ্কর রূপ নিল। দলের সঙ্গে বিশ্বকাপে আর মাঠে নামা হলো না এ অলরাউন্ডারের। তবে খুশির বিষয় হলো, স্যাম কারেনের বদলে দলে যায়গা করে নিয়েছেন তারই আপন ভাই টম কারেন। ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডে রিজার্ভে থাকা পেসার রিস টোপলির বদলি হয়ে মাঠে নামবেন তিনি।
ইনজুরি থেকে মুক্তি পাওয়ার জন্য স্যাম কারেন নিজ দেশে ফিরে যাবেন। সেখানে গিয়ে ইংল্যান্ডের মেডিকেল দলের তত্ত্বাবধানে থাকবেন। আশা করা যাচ্ছে চোট কাটিয়ে আগামী ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজে মাঠে ফিরবেন তিনি।
আগামী ২৩ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইংল্যান্ডের বিশ্বকাপ যাত্রা।
বাংলাদেশ সময়: ১৮৫১ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২১
আরইউ