বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজনকে বাংলাদেশ নারী ক্রিকেট দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিসিবির নারী ক্রিকেটের চেয়ারম্যান নাদের চৌধুরী বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সুজন এর আগে ছেলেদের ক্রিকেট দলের টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন। তাছাড়া সাকিব-তামিমদের অন্তর্বর্তীকালীন কোচ এবং টিম ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
জিম্বাবুয়েতে আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে নারী বিশ্বকাপের বাছাইপর্ব। এরই মধ্যে মিরপুরে নারী দলের সঙ্গে কাজ শুরু করে দিয়েছেন সুজন।
বিশ্বকাপ বাছাইয়ে নারী দলের হেড কোচ হিসেবে মাহমুদুল ইমন এবং তার ডেপুটি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে নাসিরউদ্দিন ফারুককে।
জিম্বাবুয়েতে বিশ্বকাপ বাছাইয়ের আগে স্বাগতিকদের বিপক্ষে ৩টি ওয়ানডে ম্যাচ খেলবেন নারী দল। ম্যাচ তিনটি মাঠে গড়াবে যথাক্রমে- ১০, ১২ ও ১৫ নভেম্বর।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
এমএইচএম