ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টি স্পোর্টস প্রেজেন্টস ব্যাংকার্স চ্যাম্পিয়ন্স ট্রফি পাওয়ার্ড বাই বসুন্ধরা গ্রুপ

তিনে তিন ব্র্যাক ব্যাংকের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
তিনে তিন ব্র্যাক ব্যাংকের

নাটকীয় ম্যাচে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে সুপার ওভারে হারাল ব্র্যাক ব্যাংক।  

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স ক্রিকেট গ্রাউন্ডে রোববার শুরু থেকেই জমে ওঠে খেলা।

বৃষ্টি বিলম্বিত ম্যাচে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে ব্র্যাক ব্যাংক। বৃষ্টিতে দুই দফায় খেলা বন্ধ হলে ম্যাচ নেমে আসে ১৪ ওভারে।  

শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ৮৮ রান তোলে ব্র্যাক ব্যাংক। দলের পক্ষে নূর আলম অপরাজিত ৩২, তারেক হোসেন ২২, তৌহিদ জনি ১৩ ও অধিনায়ক নাজমুল আরিফ পল্লব করেন ১২ রান। জাকারিয়া শিকদার ৩ রানে নেন ২ উইকেট।

বৃষ্টি আইনে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের লক্ষ্য দাঁড়ায় ১৪ ওভারে ৯৭ রান।  

জবাব দিতে নেমে ১৮ রানে ২ উইকেট হারিয়ে শুরুটা ভালো হয়নি ইসলামী ব্যাংকের। রশিদ ও দিদারের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দলটি। মাঝের দিকে টানা তিন ওভারে ৩ উইকেট নিয়ে খেলা জমিয়ে দেন তাজকির আহমেদ। হারের শঙ্কায় পড়ে ইসলামী ব্যাংক। শেষ দুই বলে ১ ছয় ও ১ চারে দলকে সমতায় ফেরান নূর হাসান। খেলা গড়ায় সুপার ওভারে। রোমাঞ্চ ছড়ানো ম্যাচে জয় তুলে নেয় মেন্টর শাহরিয়ার নাফিসের ব্র্যাক ব্যাংক।  

ম্যাচসেরা হয়েছেন ব্র্যাক ব্যাংকের তাজকির আহমেদ।  

দুই ম্যাচ পর হারের স্বাদ পেলো ইসলামী ব্যাংক বাংলাদেশ লি.। অন্যদিকে টানা তৃতীয় ম্যাচ জিতে কাপ পর্বের সেমিফাইনালের পথে এগিয়ে গেল ব্র্যাক ব্যাংক।

দিনের আরেক খেলায় বৃষ্টির কারণে ফার্স্ট সিকিউরিটি ইসালামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকের মধ্যকার খেলা মাঠে গড়ায়নি। পয়েন্ট ভাগাভাগি করেছে উভয় দল।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।