ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বোলিংয়ে ঝলক দেখালেন তাসকিন-রাহি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
বোলিংয়ে ঝলক দেখালেন তাসকিন-রাহি

বাংলাদেশ ক্রিকেট দল নিউজিল্যান্ড সফরের শুরু থেকে করোনা সংক্রমণের কারণে বাজে অবস্থায় পড়ে গিয়েছিল। অবশ্য সেই অবস্থা কাটিয়ে কয়েক দিন আগে অনুশীলন শুরু হয়েছে।

 

তবে কোয়ারেন্টিন মেয়াদ বাড়ায় টেস্ট সিরিজ শুরুর আগে মাত্র একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ পেয়েছে বাংলাদেশ দল। সেই ম্যাচের প্রথম দিন আজ মঙ্গলবার অনেকটা সময় বৃষ্টিতে নষ্ট হয়েছে। এর মাঝেও অনুকূল পরিবেশ পেয়ে দারুণ পেস ঝলক দেখিয়েছেন তাসকিন আহমেদ আর আবু জায়েদ রাহি।

মাউন্ট মঙ্গানুইতে আজ সারা দিনে খেলা হয়েছে মাত্র ২৭.৩ ওভার। বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড একাদশ সংগ্রহ করেছে ৫ উইকেটে ৭১ রান। বে ওভালের দুই নম্বর মাঠে টস জিতে বোলিং নেয় বাংলাদেশ। তাসকিন প্রথম ৩ ওভারে ২টি নেন মেডেন। আবু জায়েদও শুরু করেন নিয়ন্ত্রিত বোলিংয়ে। প্রথম ৫ ওভারে রান আসে ৮। ষষ্ঠ ওভারে আবু জায়েদের বলে মুশফিকুর রহিমের হাতে ধরা পড়েন লুক জর্জেসন। এর পর থেকে তারা নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে। তাসকিনের প্রথম স্পেল ছিল ৫-৪-৫-১!

দিনশেষে আবু জায়েদের শিকার ২৭ রানে ৩ উইকেট।  তাসকিন নিয়েছেন ২৬ রানে ২টি। উইকেটের পেছনে চারটি ক্যাচ নিয়েছেন লিটন দাস। আবু জায়েদের বলে লিটনের গ্লাভসে ধরা পড়ে ০ রানে আউট হন চোট কাটিয়ে টেস্ট দলে ফেরা ডেভন কনওয়ে। সহায়ক কন্ডিশনে এক পর্যায়ে তিন স্লিপ ও দুই গালি নিয়েও বোলিং করেন বাংলাদেশের পেসাররা। নতুন বলের দুই বোলারের পর তরুণ বাঁহাতি পেসার শরিফুল ইসলামও ভালো বোলিং করেছেন।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।