ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন শ্রীলঙ্কার গুনাথিলাকা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৯, জানুয়ারি ৮, ২০২২
টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন শ্রীলঙ্কার গুনাথিলাকা

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন দানুশকা গুনাথিলাকা। ৩০ বছর বয়সী এই শ্রীলঙ্কান ব্যাটার এক বিবৃতিতে জানিয়েছেন, রঙ্গিন পোশাকে আরও মনোযোগ দিতে তিনি এমন সিদ্ধান্ত নেন।

এর আগে ৩০ বছর বয়সী আরেক লঙ্কান ভানুকা রাজাপাকসে সবধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ান।

গুনাথিলাকা অবশ্য টেস্ট ক্রিকেটে নিয়মিত ছিলেন না। তার খেলা ৮ টেস্টের শেষটি তিনি ২০১৮ সালে খেলেছেন। যেখানে তিনি মোট ২৯৯ রান করেছেন। ছিল দুটি হাফসেঞ্চুরি।

তবে সীমিত ওভারের ক্রিকেটে বেশ উজ্জল এই বাঁহাতি। এখন পর্যন্ত ৪৪টি ওয়ানডেতে ৩৬.১৯ গড়ে ১৫২০ রান করেছেন। আর টি-টোয়েন্টিতে ৩০ ম্যাচে ১২১.৬২ স্ট্রাইক রেটে ৫৬৮ রান করেছেন।

এদিকে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নিষিদ্ধ হওয়া তিন লঙ্কান ক্রিকেটার কুশল মেন্ডিস, দানুশকা গুনাথিলাকা ও নিরোশান ডিকভেলার শাস্তি তুলে নিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)

শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে লঙ্কান ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।  

গত বছরের জুনে ইংল্যান্ড সফরের সময় জৈব সুরক্ষা বলয় ভেঙে বাইরে ঘুরতে যান মেন্ডিস, দানুশকা ও ডিকভেলা।

ওই সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ডারহামের বাজারে ঘুরাঘুরি করছিলেন কুশল ও ডিকভেলা এবং মেন্ডিসকে দেখা যায় ধূমপান করতে। পরে জানা যায়, তাদের সঙ্গে ছিলেন দানুশকাও। এই ঘটনার জেরে ৩ জনকেই দল থেকে বহিস্কার করা হয়।
এসএলসির তদন্ত শেষে দানুশকা ও মেন্ডিসকে আন্তর্জাতিক ক্রিকেটে ২ বছর এবং ডিকভেলাকে দেড় বছরের নিষিদ্ধ করার সুপারিশ করা হয়েছিল। সেই সঙ্গে তাদের প্রত্যককে ২৫ হাজার লঙ্কান রুপি জরিমানাও করা হয়। পরে অবশ্য জরিমানার পরিমাণ বাড়িয়ে নিষেধাজ্ঞার মাত্রা কমিয়ে এক বছর করে।  

সম্প্রতি লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) অংশ নেন নিষিদ্ধ তিন ক্রিকেটার। এর মাঝেই তারা বোর্ডের কাছে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন করেন। এসএলসিও তাদের আবেদনে সাড়া দেয়। তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দিনে টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দানুশকা। যদিও বাকি দুই ফরম্যাটে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৬২৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ