ঢাকা, সোমবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ মে ২০২৪, ১১ জিলকদ ১৪৪৫

ক্রিকেট

অফ ফর্মের নাঈমকে ব্যাটিং কৌশল শেখাচ্ছেন সাকিব

সিনিয়র ফটো করেসপন্ডেন্ট, শোয়েব মিথুন | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
অফ ফর্মের নাঈমকে ব্যাটিং কৌশল শেখাচ্ছেন সাকিব সাকিব নাঈমের ব্যাটিংয়ের ভুলগুলোও ধরিয়ে দিচ্ছেন। ছবি: শোয়েব মিথুন

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নাঈম শেখের শুরুটা হয়েছিল দারুণ। ভারতের বিপক্ষে ২০১৯ সালে তিন ম্যাচ টি-টোয়েন্টির শেষটিতে নাগপুরে ৪৮ বলে ৮১ রানের ঝলমলে ইনিংস খেলেন।

প্রথম দুই ম্যাচে তিনি যথাক্রমে ২৬ ও ৩৬ রান করে নিজের সামর্থ্য বুঝিয়েছিলেন।

মাঝে আরও কিছু ভালো ইনিংস খেলেছেন এই বাঁহাতি ওপেনার। তবে ধীরে ধীরে যেন টি-টোয়েন্টি মেজাজ হারিয়ে ফেলেন নাঈম। রান তুলতে থাকেন বেশ মন্থর গতিতে।

সর্বশেষ বিপিএলে মিনিস্টার গ্রুপ ঢাকার হয়ে খেলেছেন যাচ্ছে তাই। পরে দল থেকেও বাদ পড়েন।

নাঈমের বিপদে অবশ্য এগিয়ে এসেছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

ফরচুন বরিশালের এই অধিনায়ক মাঠে খেলার বিরতিতে নাঈমকে ব্যাটিং কৌশল শেখালেন।

পাশাপাশি সাকিব নাঈমের ব্যাটিংয়ের ভুলগুলোও ধরিয়ে দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।