ঢাকা, শুক্রবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ৩০ মে ২০২৫, ০২ জিলহজ ১৪৪৬

ক্রিকেট

মাঠে বসে বিপিএলের প্লে-অফ দেখতে পাবেন দর্শকরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৪, ফেব্রুয়ারি ১৩, ২০২২
মাঠে বসে বিপিএলের প্লে-অফ দেখতে পাবেন দর্শকরা

বাংলাদেশের প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর মাঠে গড়িয়েছে কোনো দর্শক ছাড়াই। করোনা ভাইরাস সংক্রমণের উর্ধ্বগতির কারণে দর্শকবিহীন বিপিএলে ইতোমধ্যে গ্রুপ পর্যায় শেষ হয়েছে।

এবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জানালেন প্লে-অফ পর্ব থেকে দর্শক ফিরছে মাঠে।

বিপিএলের প্রথম দিকে ওমিক্রনের প্রকোপ দেখা দেওয়ায় দর্শক প্রবেশ নিষিদ্ধ করে বিসিবি। কিন্তু পরিস্থিতির সামান্য উন্নতি হওয়ায় আসরের প্লে-অফ পর্ব থেকে মাঠে দর্শক ফেরানোর পরিকল্পনার কথা জানিয়েছেন তানভীর।

তিনি বলেন, ‘এই ভাবনা প্রাথমিক পর্যায়ে আছে। তবে মাঠে দর্শক আসার ব্যাপারে সহসাই সরকারের সংশ্লিষ্ট বিভাগ থেকে অনুমতি পাওয়ার আশা করছি। ’ 

অনুমতি পেয়ে গেলে গ্যালারিতে বসে খেলা দেখার সুযোগ পাবে দর্শক। শেষ পর্বে তিন থেকে পাঁচ হাজার দর্শককে গ্যালারিতে প্রবেশের অনুমতি দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করবে বিসিবি।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।