ঢাকা, সোমবার, ১৬ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

ক্যারিবীয়দের বিপক্ষে ভারতের সহজ জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
ক্যারিবীয়দের বিপক্ষে ভারতের সহজ জয়

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে ভারত। ফলে সিরিজে ১-০ তে এগিয়ে গেলেন রোহিত শর্মারা।

কলকাতার ইডেন গার্ডেনসে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন রোহিত। ভারতীয় বোলারদের দাপট শুরু হয়ে যায় প্রথম ওভার থেকেই। ব্র্যান্ডন কিংকে ফিরিয়ে দেন ভুবনেশ্বর কুমার। তবে অন্য ওপেনার কাইল মেয়ার্সকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস গড়তে শুরু করেন নিকোলাস পুরান। ৪৭ রানের জুটি গড়েন তারা। সেই জুটি ভেঙে দেন যুজবেন্দ্র চহাল। মেয়ার্সকে ফিরিয়ে দেন তিনি।

এরপর একে একে ক্যারিবিয়ান ব্যাটারদের সাজঘরের পথ দেখান রবি বিষ্ণোই। অভিষেক ম্যাচে একই ওভারে রস্টন চেজ এবং রভমান পাওয়েলকে ফিরিয়ে দেন তিনি। মাত্র ১০ রান করে আউট হন আকিল হোসেইনও।

ক্যারিবিয়ান অধিনায়ক কায়রন পোলার্ড এবং পুরান ওয়েস্ট ইন্ডিজের রানকে কিছুটা লড়াইয়ের জায়গায় নিয়ে যান। ১৮তম ওভারে পুরানকে ফিরিয়ে দেন হর্ষল প্যাটেল। লং অফে কোহলির হাতে ক্যাচ দেন পুরান। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক অপরাজিত থাকেন ২৪ রানে। শেষ ওভারে ১০ রান দেন তিনি। ফিরিয়ে দেন অডিয়েন স্মিথকে। ডান দিকে শরীর ছুড়ে দিয়ে দারুণ ক্যাচ নেন রোহিত।

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইডেনের মাঠে শুরু থেকে ঝড় তোলেন রোহিত শর্মা এবং ঈশান কিশান। ৭ ওভারে ৬৩ রান তুলে দেন তারা। রোহিত একাই ১৯ বলে ৪০ রান করেন। তাকে ফিরিয়ে দেন চেজ। বাউন্ডারিতে স্মিথের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ভারত অধিনায়ক। বিরাট কোহলি এবং ঈশান দলকে এগিয়ে নিয়ে যান। ঈশান ফেরেন ৪২ বলে ৩৫ রান করে। তাকেও ফিরিয়ে দেন চেজ। পরের ওভারেই ফ্যাবিয়ান অ্যালেনের বলে ছয় মারতে গিয়ে আউট হন বিরাট। ১৩ বলে ১৭ রান করেন তিনি।

বেশিক্ষণ ক্রিজে টিকতে পারলেন না পন্থও। ৮ বলে ৮ রান করেন তিনি। শেষ পর্বে সূর্যকুমার যাদব এবং বেঙ্কটেশ আয়ার ভারতকে জয় এনে দেন। ১৮ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন সূর্য। বেঙ্কটেশ অপরাজিত ১৩ বলে ২৪ রান করে।

অভিষেকেই ম্যাচ সেরা হন রবি বিষ্ণোই।

আগামী ১৮ ফেব্রুয়ারি একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।