ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাবি স্কুল

রাবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
বঙ্গবন্ধু ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রাবি স্কুল

রাবি: বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্নামেন্টের রাজশাহী জেলার খেলায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) স্কুল চ্যাম্পিয়ন হয়েছে। রাবির উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন।

 

বুধবার (২৩ মার্চ) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার বুধবার (২৩ মার্চ) দুপুরে রাবি স্কুল প্রাঙ্গণে গিয়ে ক্রিকেটারদের অভিনন্দন জানান ও আগামীতেও তারা আরও সাফল্য অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি ক্রিকেটারদের মিষ্টিমুখও করান।  

এ সময় উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, স্কুল পরিচালনা পরিষদের সভাপতি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর চিত্তরঞ্জন মিশ্র, প্রক্টর প্রফেসর মো. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডে, স্কুলের অধ্যক্ষ মো. শফিউল আলমসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।