একদিন আগেই ভারতের সর্বকালের সেরা টেস্ট একাদশ বানিয়ে হইচই ফেলে দিয়েছিল আইসল্যান্ড ক্রিকেট। সেই একাদশে ভারতের বর্তমান দলের সেরা ব্যাটার বিরাট কোহলিকে দ্বাদশ খেলোয়াড় হিসেবে রেখেছিল তারা।
বিভিন্ন দেশের টেস্ট একাদশ সাজিয়ে নিজেদের অফিসিয়াল টুইটার একাউন্টে পোস্ট করছে আইসল্যান্ড ক্রিকেট। সম্প্রতি ইংল্যান্ড ও ভারতের টেস্ট একাদশ তৈরি করেছে তারা। এবার তারা সর্বকালের টেস্ট একাদশ সাজিয়েছে। তবে তাদের একাদশে প্রতিটি টেস্ট খেলুড়ে দেশ থেকে একজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন। বাংলাদেশ থেকে একমাত্র সাকিবই আছেন সেই তালিকায়।
আইসল্যান্ড ক্রিকেটের সাজানো সর্বকালের সেরা একাদশ: সুনিল গাভাস্কার (ভারত), জ্যাক হবস (ইংল্যান্ড), ডন ব্র্যাডম্যান (অস্ট্রেলিয়া) (অধিনায়ক), জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা), অ্যান্ডি ফ্লাওয়ার (জিম্বাবুয়ে) (উইকেটকিপার), ইমরান খান (পাকিস্তান), সাকিব আল হাসান (বাংলাদেশ), রশিদ খান (আফগানিস্তান), ম্যালকম মার্শাল (ওয়েস্ট ইন্ডিজ), রিচার্ড হ্যাডলি (নিউজিল্যান্ড), মুত্তিয়া মুরালিধরন (শ্রীলঙ্কা)।
আইসল্যান্ড ক্রিকেটের সাজানো সর্বকালের সেরা ভারতীয় টেস্ট একাদশ: সুনিল গাভাস্কার, বীরেন্দ্র শেবাগ, রাহুল দ্রাবিড় (অধিনায়ক), শচীন টেন্ডুলকার, বিজয় হাজারে, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), কপিল দেব, রবিচন্দ্রন অশ্বিন, অনিল কুম্বলে, জাভাগাল শ্রীনাথ, জসপ্রিত বুমরাহ। দ্বাদশ খেলোয়াড়: বিরাট কোহলি।
বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২২
এমএইচএম
All-time World XI, only one player per nation allowed.
— Iceland Cricket (@icelandcricket) April 12, 2022
Gavaskar (IND)
Hobbs (ENG)
Bradman (AUS) (c)
Kallis (SA)
A Flower (ZIM) (wk)
Imran Khan (PAK)
S Al-Hasan (BNG)
R Khan (AFG)
M Marshall (WI)
Hadlee (NZ)
Muralitharan (SL)
Some difficult decisions had to be made above.