অনেক সম্ভাবনা নিয়েই বাংলাদেশের ক্রিকেটে এসেছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। পেস বোলিং অলরাউন্ডার নেই বাংলাদেশের, তিনি ওই অভাব পূরণ করবেন বলে আশা জন্মেছিল।
দীর্ঘদিনের বিরতি কাটিয়ে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ফিরেছেন তিনি। ৫ বছরের ক্যারিয়ারে ২৯টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলেছেন সাইফউদ্দিন। বারবার বিরতি পড়ার ব্যাপারে তিনি জানিয়েছেন, একই গতিতে সবসময় গাড়ি চলে না।
মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘প্রতিটা মানুষের জীবনেই বিরতি থাকে। ঢাকায় যদি গাড়ি চালান, একই গতিতে চালাতে পারবেন না। ব্রেক দিতেই হবে। যারা অনেক ভাগ্যবান, তারা ইঞ্জুরি ছাড়া অনেকদিন খেলে যেতে পারে। বেশিরভাগ পেস বোলারেরই এমন থাকে। জানি না আবার কয়দিন খেলতে পারব। পারফরম্যান্স ও ইঞ্জুরির ব্যাপার আছে। চেষ্টা করছি, কী হবে তা কারও হাতে নেই। ’
নিজেকে অবশ্য দুর্ভাগাও বলছেন এই অলরাউন্ডার, ‘কিছুটা দুর্ভাগা তো বটেই। হয়ত আর পাঁচজন পেস বোলারের চেয়ে আমি কিছুটা আনলাকি। কিন্তু এটা জীবনেরই অংশ। এটা মেনে নিয়েই চলতে হবে। ’
নিজের আত্মবিশ্বাস নিয়ে সাইফউদ্দিন বলেছেন, ‘এত দিন কিছুটা কনফিউজড ছিলাম যে আমার ভেতর কিছু আছে কি না। বাট যেহেতু ইংল্যান্ডে গেলাম বিসিবির অধীনে, স্ক্যান করানোর জন্য। তো স্ক্যান দেখে দেখা যায় আমার কিছু হয়নি। তাই কিছুটা আত্মবিশ্বাস নিয়ে বোলিং করছি এখন। ’
‘জানি না কতদিন সুস্থ থাকতে পারব। কিন্তু চেষ্টা করছি যে, যতদিন খেলতে পারি বা সামনে বিশ্বকাপ আছে। ২০২৩ বিশ্বকাপ আছে, তো আমার পারফরম্যান্সের পাশাপাশি সুস্থ থাকাটা খুব গুরুত্বপূর্ণ আমার জন্য। ’
এমএইচবি