ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

মুরালিধরনকে ছাপিয়ে ১১ নম্বরের নতুন ‘রাজা’ বোল্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জুন ১৪, ২০২২
মুরালিধরনকে ছাপিয়ে ১১ নম্বরের নতুন ‘রাজা’ বোল্ট

বল হাতে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়া ট্রেন্ট বোল্ট এবার ব্যাট হাতে গড়লেন বিশ্বরেকর্ড। টেস্ট ক্রিকেটের ১১ নম্বর ব্যাটার হিসেবে শ্রীলঙ্কান কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরনকে ছাড়িয়ে এখন সর্বোচ্চ রানের মালিক নিউজিল্যান্ডের এই পেসার।

ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বল হাতে বল হাতে ৫ উইকেট নিয়েছেন বোল্ট। ম্যাচের পঞ্চম দিনে ১১ নম্বর ব্যাটার হিসেবে মাঠে নেমে দুই রান নিয়ে ইনিংস শুরু করেন তিনি। আর এতেই এই রেকর্ড নিজের করে নেন কিউই এই পেসার। ১৫ বলে ১৭ রান করে জেমস অ্যান্ডারসনের বলে বিদায় নেন তিনি।

টেস্ট ক্রিকেটের ১১ নম্বর ব্যাটার হিসেবে এখন বোল্টের রান দাঁড়িয়েছে ৬৪০-এ। এর আগে শীর্ষে থাকা লঙ্কান কিংবদন্তি মুরালিধরনের রান ছিল ৬২৩। তালিকায় তিনে থাকা ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসনের সংগ্রহ ৬১৮ রান।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, জুন ১৪, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।