ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ওপেনিংয়ে কারা খেলবেন, ইঙ্গিত দিলেন রিয়াদ

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৪ ঘণ্টা, জুলাই ২, ২০২২
ওপেনিংয়ে কারা খেলবেন, ইঙ্গিত দিলেন রিয়াদ

দুই ম্যাচের টেস্ট সিরিজে হতাশায় ডুবিয়েছেন ব্যাটাররা। টি-টোয়েন্টিতেও চিন্তাটা একই।

বিশেষত তামিম ইকবালের এই ফরম্যাট থেকে ‘বিরতি’ নেওয়ার পর ইনিংস উদ্বোধনে থিতু হতে পারছেন না কেউ। বিশ্বকাপের পর খেলা বাংলাদেশের ৫ ম্যাচে একাধিকবার বদলেছে উদ্বোধনী জুটি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আজ (২ জুলাই) ডমিনিকায় হবে প্রথম ম্যাচ। এর আগে সংবাদ সম্মেলনে এসে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ইঙ্গিত দিলেন ক'দিন আগেই অভিষেক হওয়া মুনিম শাহরিয়ারের সঙ্গে দেখা যেতে পারে দীর্ঘদিন পর দলে ফেরা এনামুল হক বিজয়কে।

তিনি বলেছেন, ‘আমার মনে হয় মুনিম এখনো নতুন। বিজয় আসলো মাত্রই অনেক দিন পরে। ওদেরকে ভালো সময় দিতে হবে। একই সাথে টিম ম্যানেজমেন্ট ও আমার দায়িত্ব ফিডব্যাকটা দেওয়ার ওরা যেন নিশ্চিন্তে খেলতে পারে। তারা যেন সুযোগগুলো সঠিকভাবে পায়। এটা নিশ্চিত করা জরুরি। ’

‘আমার তরফ থেকে চেষ্টা থাকবে তারা যেন সুযোগগুলো যথাযথভাবে পায় এবং নিজেদের খেলাটা খেলতে পারে। আমি আশাবাদী তারা সুযোগ পেতে যাচ্ছে এবং তারা ভালো করবে। ’

ম্যাচের ৩৬ ঘণ্টা আগে ভেন্যু ডমিনিকায় এসে পৌঁছায় বাংলাদেশ দল। এরপর বৃষ্টির কারণে এখানে অনুশীলনও করতে পারেনি তারা। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ বলছেন, তাদের এগিয়ে থাকতে হবে মানসিকভাবে।

তিনি বলেছেন, ‘আমার মনে হয় মানসিকভাবে আমাদের ওভাবে প্রস্তুতি নিতে হবে। কালকে যখন আসব কন্ডিশন কেমন হয়। আমি এই জিনিসটা ওদেরও বলছিলাম যে মানসিকভাবে এবং গেম অ্যাওয়ারনেসে যে যতটা এগিয়ে থাকবে তারা বেশি সুবিধা পাবে।  বিশেষ করে আমি আমাদের ক্ষেত্রে এটা বলছি, আমরা যেন মানসিকভাবে তৈরি থাকতে পারি। আমার মনে হয়, ম্যাচ খেলার জন্য আমাদের সম্ভাব্য এটাই সেরা উপায়। ’

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, জুলাই ২, ২০২২
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।