প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয়টিতে হেরে যায় বাংলাদেশ। আজ (বৃহস্পতিবার) গায়ানায় তিন ম্যাচ সিরিজের শেষটিতে মাঠে নামছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।
স্বাগতিকদের সামনে ম্যাচ জিতলেই সিরিজ নিজেদের করে নেওয়ার হাতছানি, সফরকারী বাংলাদেশ জিততে চাইবে সিরিজ জিততে।
এমন সমীকরণ নিয়ে তৃতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে নিজেদের একাদশে এনেছে একটি পরিবর্তন। পেসার তাসকিন আহমেদের জায়গায় দলে ঢুকেছেন স্পিনার নাসুম আহমেদ।
বৃষ্টির কারণে ম্যাচটি আধঘণ্টা পিছিয়ে গেছে। টস হয়েছে বাংলাদেশ সময় ১১টা ৪৫ মিনিটে, আর ম্যাচ শুরু হবে ১২টায়।
বাংলাদেশ একাদশ : এনামুল হক বিজয়, লিটন দাস, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।
বাংলাদেশ সময় : ২৩৪৮, জুলাই ৭, ২০২২
এমএইচবি