আরও একবার সামনে এসেছে বাংলাদেশের টি-টোয়েন্টির দৈনদশা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ২-০তে হেরেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল।
পুরো ম্যাচ হওয়া দুটির কোনোটিতেই নূন্যতম লড়াইও করতে পারেনি বাংলাদেশ দল। বেশ কয়েক জায়গার ঘাটতিগুলোও সামনে এসেছে। তৃতীয় ম্যাচের পর দলের অন্যতম অভিজ্ঞ ব্যাটার লিটন দাস স্বীকার করেছেন, ভালো দলের চেয়ে পিছিয়ে তারা।
তিনি বলেছেন, ‘ভালো ভালো দল থেকে আমরা পিছিয়ে টি-টোয়েন্টিতে। আমাদের অনেক কাজ করার আছে। আমরা পাওয়ার ক্রিকেট খেলতে পারি না। টি-টোয়েন্টি অনেকে বলে স্কিলের খেলা, অনেকেই বলে টেকনিক-ট্যাকটিকসের খেলা। আমার কাছে মনে হয় পাওয়ার হিটিংটা খুব দরকার পড়ে। এই জিনিসটাতে আমরা অনেক পিছিয়ে। ’
স্কোরবোর্ডে ১৬৩ রান তুলেছিল বাংলাদেশ। পরে ওয়েস্ট ইন্ডিজের তিন উইকেটও তুলে নেওয়া গিয়েছিল দ্রুতই। কিন্তু পরে আর ওই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ম্যাচ হারে ১০ বল আগেই।
এ নিয়ে লিটন বলেছেন, ‘আজকের ম্যাচে হয়তোবা আমাদের বোলারদের প্রয়োগে একটু সমস্যা ছিল। সব বোলার নিজেদের প্রয়োগ ঠিকঠাক করতে পারেনি। আর ওদেরকে ক্রেডিট দিতে হবে যেভাবে ব্যাটিং করেছে পুরান এবং মেয়ার্স। খুব ভালো ভালো বলেও ওরা মেরেছে। ’
‘এই জিনিসটা ওদের প্লাস পয়েন্ট যে ওরা পাওয়ার ক্রিকেট খেলে, আমরা খেলতে পারি না। আমার মনে হয় এই জিনিসটা কাজ করেছে বোলারদের মাথায় যে একটু ১৯-২০ হলেই মেরে দিতে পারে। ’
বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, জুলাই ৮, ২০২২
এমএইচবি/আরইউ