টি-টোয়েন্টিতে টানা ব্যর্থ হচ্ছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। নেতৃত্বের সঙ্গে ব্যাট হাতেও সফল হচ্ছেন না তিনি।
মাহমুদউল্লাহ রিয়াদ আসলে কবে থেকে খারাপ খেলছেন? সর্বশেষ ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাপুয়া নিউগিনির বিপক্ষে হাফ সেঞ্চুরি পেয়েছিলেন রিয়াদ।
এরপর থেকে তার পরিসংখ্যানটা এমন- ১৩ ম্যাচে ১৬.৫৪ গড়ে ১৮২ রান করেছেন, স্ট্রাইক রেট ১০০.৫৫। শেষ ১০ টা ইনিংস তার রান-৩, ১৬, ৬, ১২, ১৩, ১০, ২১, ৮, ১১, ২২।
২০২১ সালের শুরু থেকে এখন অবধি ৫৩২ বলের ২১৭টিই ডট খেলেছেন রিয়াদ। এই সময়ে টি-টোয়েন্টিতে প্রায় অর্ধেক বলে কোনো রানই করতে পারেননি তিনি! উল্লেখিত সময়ে খেলা ১৩ ম্যাচে বাংলাদেশ জিতেছে মাত্র একটি। আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে এই জয়টি পায় তারা।
বাংলাদেশ সময় : ২৩৪৫, জুলাই ৮, ২০২২
এমএইচবি