টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে হারের পর ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে পেয়েছে দারুণ জয়।
এই লক্ষ্যে গায়ানার প্রভিডেন্স পার্কে টস জিতে ফিল্ডিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। এর আগে সিরিজের প্রথম ম্যাচেও একই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।
সিরিজ জয়ের লক্ষ্যে নিয়ে মাঠে নামা বাংলাদেশের একাদশে এসেছে এক পরিবর্তন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ সেরা তাসকিন আহমেদের জায়গায় একাদশে এসেছেন মোসাদ্দেক হোসেন।
ওয়েস্ট ইন্ডিজের একাদশেও এসেছে দুই পরিবর্তন। আলজেরি জোসেফ ও কিমো পলকে জায়গা দিতে ছিটকে গেছেন জেডন সিলস ও অ্যান্ডারসন ফিলিপ।
বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ : নিকোলাস পুরান, শাই হোপ, রভম্যান পাওয়েল, শেমারাহ ব্রুকস, ব্রেন্ডন কিং, কাইল মেয়ার্স, রোমারিও শেফার্ড, কিমো পল, গুদাকেশ মোতি, আলজেরি জোসেফ ও আকিল হোসেন।
বাংলাদেশ সময় : ১৯০৫, জুলােই ১৩, ২০২২
এমএইচবি