টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে নেদারল্যান্ডসকে হারিয়ে প্রাথমিক পর্বে কঠিন গ্রুপে পড়েছে জিম্বাবুয়ে। প্রতিপক্ষ হিসেবে ‘বি’ গ্রুপে দলটি পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ডকে।
রোববার (১৭ জুলাই) বুলাওয়ায়োতে নেদারল্যান্ডসকে ৩৭ রানে হারায় জিম্বাবুয়ে। দলটির জয়ের নায়ক সিকান্দার রাজা মাত্র ৮ রান খরচায় একাই তুলে নেন ৪ উইকেট। এটিই তার ক্যারিয়ার সেরা বোলিং ফিগার।
কুইন্স স্পোর্টস পার্কে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি জিম্বাবুয়ে। প্রথম পাঁচ ব্যাটসম্যানের চারজনই যান দুই অঙ্কে। কিন্তু বড় ইনিংসের দেখা পাননি কেউ। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান আসে শন উইলিয়ামসের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন ওপেনার রেজিস চাকাভা। ১৩২ রানে গুটিয়ে যায় তারা।
সহজ লক্ষ্য তাড়ায় খেলতে নেমে ভালো করতে পারেনি নেদারল্যান্ডস। মাত্র চার ব্যাটার দুই অঙ্ক পেরোতে পারেন। দলের হয়ে সর্বোচ্চ ২২ রান করেন স্টেফান মাইবার্গ। ১৮ ওভার ২ বলে ৯৫ রানে সবগুলো উইকেট হারিয়ে ফেলে দলটি।
বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, জুলাই ১৮, ২০২২
আরইউ