ইনজুরি কাটিয়ে জিম্বাবুয়ে সফর দিয়ে ফিরেছিলেন দলে। খেলেছিলেন দুইটি ম্যাচ।
এশিয়া কাপকে সামনে রেখে শনিবার শুরু হয়েছে জাতীয় দলের দলীয় অনুশীলন। এদিনই গোড়ালিতে চোট পেয়েছেন তিনি। এখন আছেন মেডিকেল টিমের সদস্যদের পর্যবেক্ষণে।
হাসানের চোট নিয়ে বিসিবি চিকিৎসক মনজুর হোসাইন চৌধুরী বাংলানিউজকে বলেছেন, ‘হাসান গোড়ালিতে চোট পেয়েছে। তাকে এক্স-রে করতে নিয়ে যাওয়া হয়েছে। এরপর পুরোপুরি বোঝা যাবে ইনজুরির কী অবস্থা। ’
জানা গেছে, চোটের কারণে আজকের মতো অনুশীলন করতে পারবেন না হাসান। আগামীকাল ও পরশু খেলার কথা রয়েছে দুটি প্রস্তুতি ম্যাচ। তবে রোববারের ম্যাচে হাসানের খেলা অনেকটাই অনিশ্চিত।
দীর্ঘ ইনজুরি কাটিয়ে জাতীয় দলে ফিরেছিলেন হাসান। এরপর তাকে রাখা হয়েছিল এশিয়া কাপের ১৭ সদস্যের দলে। এই টুর্নামেন্ট সামনে রেখে অনুশীলন করতে নেমেই চোট পেলেন হাসান।
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, আগস্ট ২০, ২০২২
এমএইচবি/এমএইচএম