সাকিব আল হাসান বরাবরই থাকেন আলোচনায়। মাঠের ক্রিকেটে যেমন, বাইরেও।
এরপর সাকিবের হাতে তুলে দেওয়া হয়েছে টি-টোয়েন্টির নেতৃত্বও। আগামী বিশ্বকাপ পর্যন্ত এই ফরম্যাটে অধিনায়কত্ব করবেন সাকিব। আজ (সোমবার) করেন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। সেখানে অবধারিতভাবেই এসেছে বেটউইনার প্রসঙ্গ।
একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি, এরপর সেটা নিয়ে সমালোচনার জেরে ফিরে আসা। পুরো ব্যাপারটাকে কীভাবে দেখেন সাকিব? তিনি জবাবে বলেছেন, ‘আপনারা যেভাবে শুরু করেছেন, আর যেভাবে শেষ করেছেন; একইভাবে হয়েছে। আমার এখানে খুব বেশি কিছু বলার নাই। ’
সাকিবের নেতৃত্বে টি-টোয়েন্টিতে ভালো করার স্বপ্ন দেখছে বাংলাদেশ। বিশ্বের বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়িয়েছেন। টি-টোয়েন্টিতে সাকিবের অভিজ্ঞতার ঝুলিটা তাই তার বেশ পূর্ণ। অন্য জায়গার চেয়ে বাংলাদেশে আসলে সাকিব তফাৎটা কেমন দেখেন?
তিনি বলেছেন, ‘প্রতিটা দেশে, প্রতিটা জায়গাতে আসলে একেক ধরনের চ্যালেঞ্জ থাকে। আমাদের এখানে হয়তো এক ধরনের চ্যালেঞ্জ, একটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সেটা হয়তো অন্য ধরনের। অন্য কোনো ক্রিকেট বোর্ডে কিংবা অন্য দেশে প্রতিনিধিত্ব করা, সেটাও এক ধরনের চ্যালেঞ্জ। ’
‘কোনটা কম, কোনটা বেশি। কোনটা সামলানোর মতো, কোনোটা হয়তো একটু কঠিন। চ্যালেঞ্জ সব দেশেই আছে, সেটা যত উন্নত ক্রিকেট বোর্ডই হোক কিংবা খারাপ। ফ্রঞ্চ্যাইজি যতটা সফল বা অসফল হক, চ্যলেঞ্জ আসলে সব জায়গায় থাকে। ’
বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
এমএইচবি/এমএইচএম