ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্যাটিং করা কঠিন ছিল : মোসাদ্দেক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
ব্যাটিং করা কঠিন ছিল : মোসাদ্দেক

আফগানিস্তানের বিপক্ষে হেরে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। আগে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১২৭ রান তুলে টাইগাররা।

এক মোসাদ্দেক হোসেন ছাড়া কেউই ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি। ৪টি চার ও ১ ছক্কায় ৩১ বলে ৪৮ রান করেন তিনি।

ম্যাচশেষে মোসাদ্দেক অবশ্য বলছেন, উইকেট ব্যাটিংয়ের জন্য কঠিন ছিল। যদিও আফগানিস্তানের হয়ে ঝড় তুলেছিলেন নজিবউল্লাহ জাদরান। ৬ ছক্কা ও ১ চারে ১৭ বলে ৪৩ রান করেন তিনি। তবুও মোসাদ্দেকের কাছে উইকেট ছিল কঠিন।

তিনি বলেছেন, ‘মিরপুর আর এখানে পুরোই আলাদা। মিরপুরে টার্ন হয়, ভালো থাকলে রানও হয়। এখানে ব্যাটিং করা কঠিন ছিল, নিচু ছিল। ওরা ভালো করেছে, ফলে ওদের কৃতিত্ব দিতে হবে। তবে ১০-১৫ রান আমরা কম করেছি আসলে। ’

ব্যাটিংয়ে ভালো করার পর ২.৩ ওভারে ১২ রান দিয়ে বল হাতে ১ উইকেট নেন মোসাদ্দেক। অন্যদের খরুচে বোলিং নিয়ে তার ভাষ্য, ‘টি-টোয়েন্টিতে একটা ওভারে ১৫-২০ রান হবে, এটা ধরে নিয়েই নামতে হবে। ২০ রান হয়ে যাওয়ার পর আমরা চেষ্টা করেছি পরের ওভারটি ভালো করতে। সেখানে ভালো করতে পারিনি। ’

শ্রীলঙ্কার বিপক্ষে বৃহস্পতিবার বাঁচা-মরার লড়াইয়ে নামবে বাংলাদেশ। এই ম্যাচ নিয়ে মোসাদ্দেক বলেছেন, ‘সবাই শতভাগ দিয়ে চেষ্টা করেছি। পারি নাই। পরের ম্যাচে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে। ’

বাংলাদেশ সময় : ১০২০, আগস্ট ৩১, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।