ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

র‍্যাংকিংয়ে আট ধাপ এগোলেন সাকিব

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
র‍্যাংকিংয়ে আট ধাপ এগোলেন সাকিব

এশিয়া কাপের চলতি আসরে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে হেরে গেছে তারা।

তবে দল ব্যর্থ হলেও বল হাতে নিজের কাজটা ভালোভাবেই করেছেন সাকিব আল হাসান। আর তাতেই টি-টোয়েন্টি বোলারদের র‍্যাংকিংয়ে আট ধাপ এগিয়েছেন টাইগার দলপতি।

আজ বুধবার টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। সেখানেই বোলারদের তালিকায় সাকিবের বর্তমান অবস্থান ১৯তম। আফগানদের বিপক্ষে ৭ উইকেটে হেরে যাওয়া ম্যাচে ৪ ওভার বল ঘুরিয়ে মাত্র ১৩ রান খরচে ১ উইকেট নেন সাকিব। হজম করেননি বাউন্ডারিও; ডট বল ১২টি।  

সংক্ষিপ্ত সংস্করণের র‍্যাংকিংয়ে সাকিবের চেয়ে এগিয়ে আছেন বাংলাদেশের আরেক স্পিনার শেখ মেহেদি হাসান। তবে এক ধাপ নিচে নেমে ১৬তম স্থানে আছেন তিনি। আফগানদের বিপক্ষে না খেলা নাসুম আহমেদ পিছিয়েছেন দুই ধাপ। বাঁহাতি এই স্পিনার আছেন ২২তম স্থানে। তবে ম্যাচে বাজে বোলিং করলেও আগের মতোই ৩১তম স্থানে আছেন মোস্তাফিজুর রহমান।

টি-টোয়েন্টির বোলারদের র‍্যাংকিংয়ে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউড। দ্বিতীয় স্থানে দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরেজ শামসি। তবে অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে হটিয়ে তৃতীয় স্থানটি দখলে নিয়েছেন রশিদ খান। আফগান লেগ স্পিনার এগিয়েছেন দুই ধাপ। চারে নেমে গেছেন ইংল্যান্ডের আদিল রশিদ। এছাড়া নবম স্থানে উঠে এসেছেন আরেক আফগান স্পিনার মুজিব উর রহমান। এক ধাপ নিচে দশম স্থানে মিচেল স্ট্যান্টনার।

ব্যাটারদের তালিকায় দুই ধাপ এগিয়েছেন বাংলাদেশের মাহমুদউল্লাহ। আফগানিস্তানের বিপক্ষে ২৭ বলে ২৫ রান করা এই ব্যাটার আছেন ৩৮তম স্থানে। অন্যদিকে ৪ ধাপ পিছিয়ে ওপেনার মোহাম্মদ নাঈম শেখের অবস্থান ৪০তম। এছাড়া তিন ধাপ পিছিয়েছেন আফিফ হোসেন (৫৭তম)। আফগান ব্যাটার নজিবুল্লাহ জাদরান ৪ ধাপ এগিয়ে আছেন ৩০তম স্থানে। এক ধাপ পিছিয়ে ৩৪তম স্থানে আছেন ভারতের বিরাট কোহলি। আর আগের মতোই শীর্ষে আছেন পাকিস্তানের বাবর আজম।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, আগস্ট ৩১, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।