ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

টসে জিতে বোলিংয়ে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২২
টসে জিতে বোলিংয়ে শ্রীলঙ্কা

এশিয়া কাপের চলতি আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হেরেছিল টাইগাররা।

দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে নামছে সাকিব বাহিনী।

ম্যাচের আগে বাংলাদেশ-শ্রীলঙ্কার কথার লড়াই গড়িয়েছে বহুদূর। দুদলের মধ্যে শুরু হয়েছে ‘কাদের ওয়ার্ল্ড ক্লাস বোলার আছে’ তা নিয়ে কথার যুদ্ধ। যার শুরুটা হয়েছিল লঙ্কান অধিনায়ক দাসুন শানাকার বক্তব্য থেকে। এরপর খালেদ মাহমুদ সুজন থেকে সেই জল গড়িয়েছে লঙ্কান কিংবদন্তি ক্রিকেটার মাহেলা জয়াবর্ধনে পর্যন্ত।

আফগানিস্তানের বিরুদ্ধে হারের পর বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ বলেছিলেন শানাকা। তার যুক্তি ছিল- বাংলাদেশের তো সাকিব আল হাসান আর মুস্তাফিজুর রহমান ছাড়া ভালো কোনো বোলার নেই। জবাবে যেন একধাপ এগিয়ে গিয়েছিলেন সুজন। তিনি বলেছিলেন, ‘আমি জানি না শানাকা কেন এমন বলেছে। আমি শুনেছি যে সে বলেছে, বাংলাদেশের সাকিব ও মুস্তাফিজ বাদে বোলার নেই। আমি তো শ্রীলঙ্কার কোনো বোলারই দেখি না। আমাদের অন্তত দুজন আছে। ’

কোন দলে ‘ওয়ার্ল্ড ক্লাস বোলার’ আছে শীর্ষক এই যুদ্ধ শেষ হবে হয়তো এই ম্যাচের পরেই।

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।