ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

ক্রিকেট

ফাইনালের আগে লঙ্কানদের সাহস দিলেন সাঙ্গাকারা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০২২
ফাইনালের আগে লঙ্কানদের সাহস দিলেন সাঙ্গাকারা

অর্থনৈতিকভাবে অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। ক্রিকেটেও এশিয়া কাপে শুরুটা ভালো হয়নি তাদের, হারতে হয়েছিল আফগানিস্তানের কাছে।

তবে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তারা। উঠে গেছে টুর্নামেন্টের ফাইনালে।

রোববার শিরোপা জয়ের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচটির আগে ভিডিও বার্তায় শ্রীলঙ্কার ক্রিকেটারদের সাহস জুগিয়েছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার কুমার সাঙ্গাকারা। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পেজে প্রকাশিত ওই ভিডিওতে ক্রিকেটারদের প্রশংসা করেন তিনি।

সাঙ্গাকারা বলেছেন, ‘দাসুন, তোমাকে এবং শ্রীলঙ্কা দলকে এই বার্তা পাঠানো আমার জন্য খুব আনন্দের ও সম্মানের। এশিয়া কাপের ফাইনালে মাঠে নামার আগে তোমাদের জন্য আমার শুভকামনা। আমি তোমাদের খেলায় নজর রাখছি।
তোমাদের দল কেবল এই এশিয়া কাপ নয় পুরো মাসজুড়ে যেই ক্রিকেট খেলছো এটা অনুপ্রেরণামূলক। তোমরা মারাত্মকরকম ভালো খেলছো। তোমরা সবাই একেকজন নেতা। ’

‘দল যখন খাদের কিনারায় তখনই তোমরা নিজেদের সেরা পারফরম্যান্স দেখাচ্ছো। যা সবাইকে অনেক আনন্দ দিচ্ছে। এর মাধ্যমে তোমার দল শ্রীলঙ্কার সবার ভালোবাসার পাত্র হয়ে উঠছো। সবকিছুর জন্য তাই ধন্যবাদ। ’

সাঙ্গাকারা বলেছেন, ‘আর কেবল একটি ম্যাচে তোমরা তোমাদের সেরাটা উপহার দাও। তোমাদের এই দলে অবিশ্বাস্য সব প্রতিভা এবং যোগ্য ক্রিকেটার আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তোমরা একটা দল হয়ে খেলছো। এখন মাঠে যাও এবং শিরোপা নিয়ে আসো। গুড লাক। ’

বাংলাদেশ সময় : ১০৩৫, সেপ্টেম্বর ১১, ২০২২
এমএইচবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।