ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

‘হার-জিত থাকবেই, দলে নেতিবাচকতা নেই’

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৭ ঘণ্টা, অক্টোবর ৫, ২০২২
‘হার-জিত থাকবেই, দলে নেতিবাচকতা নেই’ ছবি: শোয়েব মিথুন

সিলেট থেকে: উড়ন্ত জয়ে শুরু হয়েছিল টুর্নামেন্ট। এরপর বাংলাদেশ দল হেরেছে বড় ব্যবধানে।

পাকিস্তানের বিপক্ষে ৯ উইকেটের ওই হার মনোবলে চিড় ধরানোই স্বাভাবিক। ম্যাচের পর দুই দিনের বিরতি ছিল।

প্রথম দিন বিশ্রামে কাটালেও দ্বিতীয় দিন একাডেমি মাঠে অনুশীলন করেছে মেয়েরা। সকাল ১০টায় শুরু হয়ে চলেছে দুপুর ১২টা অবধি। এরপর দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন সানজিদা আক্তার মেঘলা। তিনি জানিয়েছেন, দলের সবাই ইতিবাচক আছে।

সিলেটে সাংবাদিকদের মেঘলা বলেছেন, ‘অবশ্যই আমাদের সিনিয়র আপুরা অনেক ইতিবাচক। তারা সবসময় আমাদের জুনিয়রদের সমর্থন দেয়। আমি দলের মধ্যে জুনিয়র, সিনিয়ররা সবসময়... হার-জিত দলে থাকবেই, এটা নিয়ে কোনো নেতিবাচতা আমাদের নাই। আমরা ইতিবাচক আছি, পরের ম্যাচেই ঘুরে দাঁড়াবো। ’

বাংলাদেশের পরের ম্যাচ তুলনামূলক সহজ প্রতিপক্ষের বিপক্ষে। এই ম্যাচ নিয়ে মেঘলা বলেছেন, ‘মালেশিয়ার সঙ্গে কমনওয়েলথে মুখোমুখি হয়েছি। ওদের দল নিয়ে ধারণা আছে। ইন শা আল্লাহ ভালো হবে মোটামুটি। ’

এই ম্যাচে নিজের সেরাটা দিতে চান মেঘলা, ‘যেমন আমি গত ম্যাচে দলের চাওয়া অনুযায়ী পারফরম করতে পারিনি। টার্গেট থাকবে পরের ম্যাচে যেন নিজেকে উজার করে ধরতে পারি। ’

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০২২
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।