ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ৩০ মে ২০২৪, ২১ জিলকদ ১৪৪৫

ক্রিকেট

গিটারের অভাবে গান গাওয়া হলো না জেমাইমার

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২২
গিটারের অভাবে গান গাওয়া হলো না জেমাইমার

সিলেট থেকে: ‘আমাদের জন্য দুই লাইন গাইতে পারবেন?’ জেমাইমা রদ্রিগেজ সংবাদ সম্মেলন শেষে উঠে যেতে যেতেই পেলেন ‍অনুরোধ। জবাবে তিনি বললেন, ‘আমাকে গিটারটা দেন...’।

স্বাভাবিকভাবেই তিনি গিটার পেলেন না, গাইলেনও না।  

বাংলাদেশের বিপক্ষে তখন মাত্রই বড় জয় পেয়েছে ভারত। ক্রিকেট ছাপিয়েও জেমাইমার ব্যক্তি জীবন চলে এলো তবুও। দারুণ কথা বলতে পারেন তিনি। শেষবার সংবাদ সম্মেলনে এসে কথা বলতে না পারার আফসোসে বলেছিলেন, ‘জীবনের সবচেয়ে দ্রুততম সংবাদ সম্মেলন...’। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর ওই আফসোস তার নিশ্চয়ই নেই। জনা বিশেক সাংবাদিকের সামনে তাকে কথা বলতে হয়েছে মিনিট আটেক।

করোনার সময়ে ইউটিউবে সরব ছিলেন। ‘স্ম্যাশ হিট’ নামের ইউটিউব চ্যানেলে ব্যস্ত ছিলেন বান্ধবী স্মৃতি মান্ধানাকে নিয়ে। তাদের অনুষ্ঠানে এসেছিলেন রোহিত শর্মা-ঋষভ পন্থরাও। ক্রিকেটের বাইরের জীবনে গানও ভালো পারেন জেমাইমা। এটা মনে করিয়ে দিতেই বললেন, ‘আমাকে এখন গান গাইতে বলবেন না... (হাসি)’

এরপর জেমাইমা বললেন, ‘আমি সহজাতভাবে মজা করতে পছন্দ করি। যেখানেই যাই আমি পরিবেশটাকে চাঙা করে রাখার চেষ্টা করি। শৈশব থেকেই আমার স্বভাব এমন। হাতে চিড় ধরায় প্রায় দেড় মাস গিটার স্পর্শ করতে পারিনি। এখন সেটা পারছি। এটা আমার মানসিক ক্লান্তি দূর করতে সাহায্য করে। ’

‘আমাদের দলে অনেক তরুণী আছে। একই বয়সের অনেকে আছে। সবাই মিলে আড্ডা দেওয়া, ভালো সময় কাটানো এটা জরুরি হয়ে পড়ে। আমার মনে হয় প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে হলে ক্রিকেটের বাইরেও একটা ভারসাম্যপূর্ণ জীবন দরকার। মাঠেও সতেজ থাকতে কাজে দেয় এটা। ’

বাংলাদেশের সমর্থনেও খুশি ভারতীয় ব্যাটার, ‘‘আমি মনে হয় বেশিই সমর্থন পেয়েছি। ‘জেমি তোমাকে ভালোবাসি’ বা এমন একটা পোস্টার দেখেছি। আমার মনে হয় সবাই খুব সুন্দর এখানকার। এটা এমন না যে তারা ভারত বা পাকিস্তানকে সমর্থন দিতে এসেছে। তারা ক্রিকেটকে সমর্থন দিচ্ছে। মেয়েদের ক্রিকেটকে সমর্থন দিচ্ছে, এটা বাড়তি পাওয়া। ’’

সংবাদ সম্মেলন শেষ করে যাওয়ার সময় জেমাইমার কাছে প্রশ্ন, ‘ক্রিকেট নাকি গিটার’। দু'বার না ভেবেই বললেন, ‘অবশ্যই ক্রিকেট, এরপর বাকি সব কিছু...’। জানালেন গিটারটা নিয়ে এসেছেন, গাইবেন কি না তা অবশ্য জানালেন না। দুই সংবাদ সম্মেলনে আলাদা অভিজ্ঞতা পাওয়া জেমাইমা পরের বার গিটার নিয়ে এসে দুই লাইন গাইলে মন্দও হয় না!

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।