সিলেট থেকে: একে তো টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। তার ওপর স্বাগতিকও।
টাইগ্রেসরা অবশ্য আশাবাদী, সেমিফাইনালে যেতে পারবে তারা। বাকি দলগুলোর সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত রান তুলতে না পারা বাংলাদেশের জন্য বড় সমস্যা। যদিও অলরাউন্ডার লতা মণ্ডল বলছেন, পাওয়ার হিটার আছে তাদেরও।
রোববার জাতীয় দলের অনুশীলন শেষে তিনি বলেছেন, 'এমনিতে মনে হয় টি-টোয়েন্টিতে পাওয়ার হিটিং অনেক কিছু। আসলে দেখেন এক বলের খেলায় চার মারা যায়, ছয় মারতে পারবেন, সিঙ্গেলও নেওয়া যায়। এটা নির্ভর করে আমার ওপর, আমি কীভাবে খেলবো। পাওয়ার হিট অবশ্যই দরকার আছে। আমরা যে খেলি না তা না। আমাদের দলে পিংকি, জ্যোতি, রোমানা, সোবহানা, অনেকে বড় বড় ছক্কা মেরেছে। আমাদের দলে আছে, এমন না যে নাই। '
সেমিফাইনালে উঠার পথ সহজ করতে হলে সোমবার হারাতে হবে শ্রীলঙ্কাকে। এই ম্যাচ নিয়ে লতা বলেছেন, 'নিশ্চিত হবো কি না সেটা না। এখনও দুইটা ম্যাচ আছে। আমরা ম্যাচ বাই ম্যাচ যাচ্ছি। শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটা চেষ্টা করবো সেরা ক্রিকেট খেলতে। '
'এখানে কোনো দলই ছোট না। সবাই ভালো দল। যেহেতু টি-টোয়েন্টি খেলা, আপনারা দেখেছেন পাকিস্তানের সঙ্গে থাইল্যান্ড জিতেছে। টি-টোয়েন্টিতে সবাই সেরা, কোনো দল খারাপ না। '
টুর্নামেন্টে এখন অবধি চার ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে এক ম্যাচ বিরতি দিয়ে হেরেছে টাইগ্রেসরা। কোন ম্যাচের মোমেন্টাম পরেরটিতে নিয়ে যেতে পারছে না তারা। সর্বশেষ মালয়েশিয়ার বিপক্ষে বড় জয়ের পর ভারতের কাছে হারতে হয়েছে বড় ব্যবধানে।
এ নিয়ে লতা বলেছেন, 'আসলে দেখেন আমরা অনেকদিন ধরে ক্রিকেট খেলছি। খেলোয়াড় হিসেবে খেলায় হার-জিত আছে। এটাই স্বাভাবিক যে দল সবচেয়ে ভালো করবে দিনশেষে তারাই জিতবে। ভারত ভালো খেলেছে, আমাদের ছোট ছোট কিছু ভুল ছিল, ওগুলো শুধরানোর চেষ্টা করছি পরের ম্যাচের জন্য। '
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০২২
এমএইচবি/এমএইচএম