ইংল্যান্ডের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা হচ্ছে না ভারতের। তাদের বিপক্ষে হারের পরে রোহিত শর্মাদের খোঁচা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের কাছে ১০ উইকেটে হেরেছিল ভারত। এবার হারলো ইংল্যান্ডের কাছে। বিশ্বকাপে এই দুই দলই ভারতকে ১০ উইকেটে হারাতে পেরেছে। শাহবাজের খোঁচা মূলত এ নিয়ে।
ভারতের হারের পরে টুইটারে তিনি লিখেছেন, ‘তা হলে এই রোববার ১৫২/০ বনাম ১৭০/০। ’ সেই সঙ্গে পাকিস্তান ও ইংল্যান্ডের পতাকা দিয়েছেন তিনি।
গত বছর পাকিস্তানের বিপক্ষে ভারত প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫১ রান করে। জবাব দিতে নেমে ১৩ বল বাকি থাকতে ১০ উইকেটে ম্যাচ জিতে যায় পাকিস্তান। বাবর আজম ৬৮ ও মোহাম্মদ রিজওয়ান ৭৯ রান করে অপরাজিত থাকেন।
এবারের বিশ্বকাপে ভারতের বিপক্ষে একই কীর্তি করেছে ইংল্যান্ড। সেমিফাইনালে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করে ভারত। জবাবে ব্যাট করতে নেমে দাপট দেখান ইংল্যান্ডের দুই ওপেনার। ভারতীয় বোলাররা তাদের আউট করতে পারেননি। ৪ ওভার বাকি থাকতে ১০ উইকেটে ম্যাচ জিতে যায় ইংল্যান্ড।
বাংলাদেশ সময় : ২১৩৬ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
এমএইচবি