নারী ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে আগুন ঝরানো বোলিংয়ে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচ শুরুর প্রথম ওভারেই ইনসুইঙ্গারের জাদুতে টানা দুই উইকেট নিয়ে সাড়া ফেলে দিয়েছেন মারুফা আক্তার।
বৃহস্পতিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিংয়ে নামে বাংলাদেশ। নতুন বল হাতে নিয়ে শুরু থেকেই সুইং আদায় করতে থাকেন মারুফা। বাঁহাতি ওপেনার মুনিবা আলিকে টানা তিন বল অস্বস্তিতে ফেলেন তিনি। চতুর্থ বলে ব্যাটে লেগে এক রান নিলে স্ট্রাইকে আসেন ডানহাতি ওমাইমা সোহেল। সেখানেই আঘাত হানেন মারুফা। অফ স্টাম্পের বাইরে থেকে ঢুকে আসা দুর্দান্ত ইনসুইঙ্গারে বোল্ড হয়ে ফেরেন সোহেল। পরের বলেই কুপোকাত পাকিস্তানের ফর্মে থাকা ব্যাটার সিদ্রা আমিন। ব্যাটের কানায় লেগে বল আঘাত করে তার স্টাম্পে।
প্রথম ওভারেই পাকিস্তানকে হেঁতালেন এই তরুণ পেসার। পরে সতীর্থ বোলাররাও সঙ্গ দেন। পুরো দল মিলে প্রতিপক্ষকে গুটিয়ে দেয় মাত্র ১২৯ রানে। ব্যাট হাতে সহজেই লক্ষ্য তাড়া করে ৭ উইকেটের দারুণ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ।
আইসিসির সামাজিক যোগাযোগমাধ্যমে মারুফার ডেলিভারির ভিডিও মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। শুক্রবার সকাল পর্যন্ত শুধু ফেসবুকেই একটি ভিডিও দেখা হয়েছে ১ কোটি ৭০ লাখ বারের বেশি, আরেকটি ভিডিওর ভিউ পেরিয়েছে ৭০ লাখ। ক্রিকেট ওয়ার্ল্ড কাপের অফিসিয়াল পাতায় পোস্ট করা ক্লিপও দেখেছে লাখ লাখ মানুষ। নারী ক্রিকেটে এমন ভাইরাল দৃশ্য বিরল।
ভিডিওটি শেয়ার করেছেন লাসিথ মালিঙ্গাও। বাংলাদেশের পেসারকে প্রশংসায় ভাসিয়ে লিখেছেন, “নিখাদ স্কিল। অসাধারণ নিয়ন্ত্রণ। এখনও পর্যন্ত টুর্নামেন্টের সেরা ডেলিভারি। ”
বাংলাদেশ নারী দলের এ মুহূর্তে সবচেয়ে বড় ভরসা মারুফা। ইনসুইঙ্গার তার সহজাত অস্ত্র। ছোটবেলা থেকেই প্রতিকূল পরিস্থিতি জয় করে ক্রিকেটের স্বপ্ন আঁকড়ে ধরেছেন তিনি। ২০২১ সালে অনূর্ধ্ব–১৯ দলে খেলার সময় পরিবারের আর্থিক কষ্টের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। বাবার পাশে থেকে হাল টেনে জমিতে কাজ করতেন মারুফা। সেই বাস্তবতা পেরিয়ে তিনি এখন জাতীয় দলের অমূল্য সম্পদ।
বিশ্বকাপে দুর্দান্ত সূচনার পর সাবেক ভারতীয় অধিনায়ক মিতালি রাজও মুগ্ধ হয়েছেন এই পারফরম্যান্সে। তিনি বলেন, “সে একদম সঠিক লাইন ও লেংথে বল করেছে। অনেক সুইং আদায় করেছে। ফলে প্রথম ওভারেই দুটি গুরুত্বপূর্ণ উইকেট এনে দিয়েছিল। হ্যাটট্রিকের মুখেও ছিল সে। ”
মিতালির চোখে, “এটাই একজন ফাস্ট বোলারের স্বপ্নের শুরু। একাদশে একমাত্র ফাস্ট বোলার হয়ে এমন শুরু দলের জন্য অসাধারণ মুহূর্ত। ”
আগামী মঙ্গলবার গুয়াহাটিতে ইংল্যান্ডের বিপক্ষে নামবে বাংলাদেশ। সেই ম্যাচেও নতুন বলে মারুফার দিকেই তাকিয়ে থাকবে সবাই।
আরইউ