চট্টগ্রাম: রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে তিনটি সেমিপাকা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মহল্লার পাড়ার বজল বাপের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন বাংলানিউজকে বলেন, আগুন লাগার খবর পেয়ে আমাদের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
বিই/পিডি/টিসি