ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পতেঙ্গা সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৪, জুলাই ৭, ২০২৫
পতেঙ্গা সৈকতের অবৈধ দোকান উচ্ছেদ ...

চট্টগ্রাম: নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় গড়ে তোলা অবৈধ দোকানপাট উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)।  

সোমবার (৭ জুলাই) সকালে পরিচালিত এ অভিযানে ১২টি দোকান ঘর উচ্ছেদ করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা। সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী, পতেঙ্গা থানা পুলিশ এবং টুরিস্ট পুলিশের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

চসিক সূত্র জানায়, সৈকতের পরিবেশ রক্ষা, পর্যটকদের চলাচলের পথ সুগম করা এবং সরকারি জমি দখলমুক্ত রাখার উদ্দেশ্যে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

প্রণয় চাকমা বলেন, মেয়র ডা. শাহাদাত হোসেন মহোদয়ের নির্দেশনায় পতেঙ্গা সমুদ্রসৈকতের পরিবেশ উন্নয়ন ও দৃষ্টিনন্দন রাখতে নিয়মিত অবৈধ দখলের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।