ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পারভেজ গ্রেপ্তার

উপজেলা করেসপন্ডেন্ট, ফটিকছড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৪, সেপ্টেম্বর ২, ২০২৫
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা পারভেজ গ্রেপ্তার মো. পারভেজ

চট্টগ্রাম: সীতাকুণ্ডের লামারবাজার ফকিরহাট এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা ও মাদক ব্যবসায়ী মো. পারভেজ (২৮)-কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, চাঁদাবাজি ও অপহরণসহ একাধিক মামলা রয়েছে।

 

জানা যায়, গত ৫ আগস্ট পারভেজ ও তার সহযোগীরা কাজিরহাট থেকে একটি এনজিও’র চেয়ারম্যান জসিম উদ্দিনকে অস্ত্রের মুখে অপহরণ করে মুক্তিপণ হিসেবে ৭ লাখ টাকা আদায় করে।

ভূজপুর থানার পরিদর্শক (তদন্ত) নুরুল আলম জানান, পারভেজের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৪টি মামলা রয়েছে।

র‍্যাব-৭ অভিযান চালিয়ে পারভেজকে গ্রেপ্তার করে থানায় সোপর্দ করার পর তাকে আদালতে পাঠানো হয়েছে।  

পিডি/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।