চট্টগ্রাম: উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক সরওয়ার আলমগীর বলেছেন, আওয়ামী লীগ স্বপ্ন দেখছে,আপা সকালে টুপ করে চলে আসবে। কিন্ত আপা আসবে না, আপাকে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে।
তিনি নানুপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও নবগঠিত ইউনিয়ন কৃষক দলের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সরওয়ার আলমগীর বলেন, শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী জীবিত অবস্থায় বলে গিয়েছেন, আমাদের যে আদালতের মাধ্যমে হত্যা করা হচ্ছে, সে আদালত যাতে বন্ধ না হয়, চলমান থাকে। এই আদালতেই একদিন হাসিনা ও তার দোসরদের বিচার হবে। ঠিক এখন সে আদালতে হাসিনা ও তার দোসরদের বিচার হচ্ছে। এ বিচার দেশের ১৭ কোটি মানুষসহ সারা বিশ্ববাসী দেখছে। স্বচ্ছতার,সাথেই বিচার হচ্ছে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে কোকোকে বিনা চিকিৎসায় হত্যা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অসংখ্য মিথ্যা মামলায় জড়িয়ে সাজা দেওয়া হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়া ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং উন্নয়নের কাণ্ডারী। তিনি দেশকে শত বছর এগিয়ে নিয়েছিলেন কিন্তু বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার আরও শত বছর পিছিয়ে দিয়েছে।
ফটিকছড়ি কৃষকদলের সদস্যসচিব খালেদ মাহমুদ বাবুলের সভাপতিত্বে সোমবার বিকেলে নানুপুর রয়েল কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা কৃষক দলের সদস্যসচিব নাজিম উদ্দীন শাহীন, ইউনিয়ন কৃষক দল সভাপতি মুহাম্মদ ওসমান গণি।
বক্তব্য দেন শহীদ উদ্দিন মাস্টার ও আবুল কালাম।
সরওয়ার আলমগীর বলেন, বিএনপি যখনই রাষ্ট্র ক্ষমতায় ছিল তখনই দেশের উন্নয়ন হয়েছে, দেশ এগিয়ে গেছে। আগামী দিনের কাণ্ডারী তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। তিনিই হবেন দেশের প্রধানমন্ত্রী। তার প্রতীক্ষায় রয়েছে সারাদেশ।
এআর/টিসি