ঢাকা, শনিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন কেকেআরসি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৬, অক্টোবর ৪, ২০২৫
চট্টগ্রামে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটে চ্যাম্পিয়ন কেকেআরসি ...

চট্টগ্রাম: ফ্র্যাঞ্চাইজি টি–টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে কেকেআরসি।  

শুক্রবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে কেকেআরসি ৬ উইকেটে আম্বিয়া স্পোর্টসকে পরাজিত করে শিরোপা জিতে নেয়।

আম্বিয়া স্পোর্টসের দেওয়া ১১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ ওভার হাতে রেখে জয় পায় কেকেআরসি।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন সিজেকেএস কাউন্সিলর হাফিজুর রহমান, সিরাজুদ্দিন মো. আলমগীর, সৈয়দ শাহাবুদ্দিন শামীম, মোহাম্মদ শাহজাহান, শওকত হোসেন, টুর্নামেন্ট কমিটির সদস্য ফজলে দাইয়ান, ফাইজান খান, শাহরিয়ার জামি, ফজলে হাসান মাহমুদ।  

কেকেআরসি’র মোহাম্মদ শোয়েব অল রাউন্ড নৈপুণ্যের জন্য ফাইনালের ম্যাচ সেরা নির্বাচিত হন। টুর্নামেন্টের সেরা বোলার নির্বাচিত হয়েছেন কেকেআরসির সাজেদুল আলম রিফাত। ১৭ উইকেট নিয়েছেন তিনি। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও হয়েছেন রিফাত।  

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।