ঢাকা, শনিবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বাগান বাজার ইউনিয়নে হেফাজতের নতুন কমিটি 

উপজেলা করেসপনডেন্ট, ফটিকছড়ি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩০, অক্টোবর ৩, ২০২৫
বাগান বাজার ইউনিয়নে হেফাজতের নতুন কমিটি  ...

চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলার বাগান বাজার ইউনিয়ন হেফাজতে ইসলামের আংশিক কমিটি গঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে চিকনছড়া মাদরাসার মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে এ কমিটি ঘোষণা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন মাওলানা ইলিয়াছ। প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির ও উপজেলা আমির মাওলানা আইয়ুব বাবুনগরী।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী ও কেন্দ্রীয় সহ সাহিত্য বিষয়ক সম্পাদক মাওলানা জুনায়েদ বিন জালাল।

এছাড়াও উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

নির্বাচিত ওয়ার্ড প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হন মাওলানা শাহ ইলিয়াস, সিনিয়র সহ সভাপতি মাওলানা কারী ওয়ালী উল্লাহ এবং সাধারণ সম্পাদক মুফতি শামসুল করিম। সাংগঠনিক সম্পাদক পদে মাওলানা কাজী রফিকুল হক ও অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান দায়িত্ব পান।

সভা শেষে আগামী ১৫ দিনের মধ্যে ৩১৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ ইউনিয়ন কমিটি গঠনের নির্দেশ প্রদান করা হয়।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।