চট্টগ্রাম: ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে পুকুরের পানিতে ডুবে মুহাম্মদ শাহা আলম অন্তর (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত অন্তর স্থানীয় মুহাম্মদ মানিকের ছেলে। অনার্সে ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।
পারিবারিক সূত্রে জানা যায়, জুমার নামাজের আগে বাড়ির ছোট সদস্যদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে তলিয়ে যান অন্তর। পরে পুকুরে নেমে আধা ঘণ্টা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
অন্তরের চাচাত ভাই নাহিদ জানান, অন্তর সব সময় বলতেন, অনার্সে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করবেন। অনেক স্বপ্ন ছিল তার।
এআর/এসআরএস/টিসি