ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চমেক হাসপাতাল থেকে দালাল আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
চমেক হাসপাতাল থেকে দালাল আটক ...

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল থেকে মোরশেদ আলম (৪০) নামে এক দালালকে আটক করা হয়েছে।  

শুক্রবার (২৩ ডিসেম্বর)  সকাল সোয়া দশটার দিকে ৩৩ নম্বর গাইনি ওয়ার্ড থেকে তাকে আটক করা হয়।

মোরশেদ আলম রাঙ্গুনিয়ার উত্তরপাড়া কাঁঠালি শিকদার বাড়ির মোহাম্মদ মনজুর আলমের ছেলে।

চমেক পুলিশ বক্সের ইনচার্জ নুর উল্লাহ আশেক বাংলানিউজকে বলেন, শুক্রবার সকালে হাসপাতালের ৩৩ নম্বর গাইনি ওয়ার্ড থেকে মোরশেদ আলম নামে এক দালালকে আটক করা হয়েছে।

তাকে আদালতে সোপর্দ করা হবে। হাসপাতালে দালালের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

অভিযোগ আছে, হাসপাতালের আয়াদের সঙ্গে সখ্যতা রয়েছে দালাল চক্রের। আয়ারা ওয়ার্ডে কাজ করার সময় রোগীর বিভিন্ন তথ্য সংগ্রহ করে। যা পরবর্তীতে দালালরা জানতে পারে।  পরে দালাল চক্র বিভিন্ন প্রলোভনে রোগী ও স্বজনদের কাছ থেকে হাতিয়ে নেয় টাকা।  এভাবে প্রতিনিয়ত তাদের হাতে জিম্মি হচ্ছে চট্টগ্রামের শত শত রোগী।  

পুলিশ বার বার অভিযান চালালেও দালালদের দৌরাত্ম্য কমছে না হাসপাতাল থেকে। দালাল ধরার পর হাসপাতাল কর্তৃপক্ষ লিখিত অভিযোগ না দেওয়া এবং দেশের প্রচলিত আইনে এ অপরাধের (দালালি) নির্দিষ্ট ধারা না থাকায় মামলা দায়ের করার সুযোগ থাকে না। ফলে শুধুমাত্র অভিযোগ দাখিল করে আদালতে পাঠানো হয় দালালদের। জরিমানা দিয়ে জামিন পাওয়ার পর আবারও হাসপাতালে এসে এই কাজে জড়ায় তারা।  

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, দালাল নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর হলে হবে না, হাসপাতাল কর্তৃপক্ষকেও কার্যকর ব্যবস্থা নিতে হবে। যেহেতু হাসপাতাল একটি আলাদা প্রতিষ্ঠান তাই আইনশৃঙ্খলা বাহিনী চাইলেই হাসপাতালের ভিতর অভিযান পরিচালনা করতে পারে না। তবে কর্তৃপক্ষের নির্দেশনা থাকলে পুলিশ অভিযান চালাতে পারে।  

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।