ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সিআইপি নির্বাচিত হওয়ায় রাউজানে দুই ব্যবসায়ীকে সংবর্ধনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৪, ডিসেম্বর ২৩, ২০২২
সিআইপি নির্বাচিত হওয়ায় রাউজানে দুই ব্যবসায়ীকে সংবর্ধনা

চট্টগ্রাম: দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় সিআইপি (কমার্শিয়ালি ইম্পর্ট্যান্ট পারসন) নির্বাচিত হওয়ায় সংবর্ধিত হয়েছেন রাউজানের কদলপুরের দুই কৃতীসন্তান এস এম জসিম উদ্দিন ও এনামুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এ উপলক্ষে কদলপুর আইডিয়াল হাই স্কুলের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কদলপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ চৌধুরী।  

স্কুল পরিচালনা কমিটির সভাপতি মফিজুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য শাহাজাদা ছৈয়দ মোহাম্মদ মকছুদুল আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ওয়াসার সাবেক উপ সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ আলী, ইউনিয়ন আ.লীগের সভাপতি সাইফুল হক চৌধুরী সাহাবু, বীর মুক্তিযোদ্ধা হাশেম চৌধুরী, অধ্যাপক লিয়াকত আলী চৌধুরী, প্রধান শিক্ষক জসিম উদ্দিন চৌধুরী, ডা. আবদুল মন্নান চৌধুরী, শওকত উদ্দিন চৌধুরী, বিশ্বজিত ভট্টচার্য্য, আবছার মুরাদ বাবুল, মো. আলমগীর, ইলিয়াছ মিয়া, মনতাজ মিয়া, লাভলী আকতার, হাছিনা বেগম, এ্যানি বড়ুয়া, আজগর আলী চৌধুরী।

 

বক্তব্য দেন শিক্ষক ছৈয়দা রওশন আকতার লাকী, শাহেদা খানম মনি, শিপ্রা দে, মৌলানা হাছান আলী, ঝর্ণা চক্রবর্তী, ফরহাদ চৌধুরী, আবদুর রহমান, মিজানুর রহমান, ওমর ফারুক, রনধর রুদ্র, মারুফ আলম ও ফুলু তালুকদার।  

এসময় বক্তারা বলেন, এস এম জসিম উদ্দিন ও এনামুল হক চৌধুরী সিআইপি নির্বাচিত হয়ে শুধু কদলপুর নয়, রাউজানবাসীকে ধন্য করেছেন। দেশে এবং প্রবাসে রাউজানবাসীর মুখ উজ্জ্বল করেছেন।  

অনুষ্ঠানে এবার স্কুল থেকে জিপিএ-৫ প্রাপ্ত ১৩ শিক্ষার্থীকেও সংবর্ধিত করা হয়। এতে সংবর্ধিত অতিথি এস এম জসিম উদ্দিন স্কুলের উন্নয়নে আর্থিক অনুদান ও সিআইপি এনামুল হক চৌধুরীও সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০২২
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।