ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা ছবি প্রতীকী

চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নে গলায় ওড়না পেঁচিয়ে রিনা আক্তার (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।  

বুধবার (২৮ ডিসেম্বর) সকালে রশিদার পাড়ার একটি বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

 

রিনা আক্তার পাবনার সাথিয়া থানার বন গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী। তিনি দুই ছেলে সন্তানের জননী।

জানা গেছে, গত ৬ মাস ধরে রিনা আক্তার স্বামী সিরাজুল ইসলামের ও দুই ছেলে নিয়ে রশিদার পাড়ায় ভাড়া বাসায় বসবাস করেন। স্বামী বেসরকারি একটি কোম্পানীতে চাকরি করেন।  

ওই গৃহবধূর স্বামী জানান, স্ত্রীর সঙ্গে তাঁর কোনও মনোমালিন্য ছিল না। স্বাভাবিকভাবে মঙ্গলবার রাতে খাবারের পর ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পেলে পুলিশকে জানানো হয়।  

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, রিনা আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। মরদেহের শরীরে আঘাতের কোনও চিহ্ন নেই।  

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২২
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।