ঢাকা, বুধবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

রাউজানে আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৭, ডিসেম্বর ২৯, ২০২২
রাউজানে আগুনে দগ্ধ গৃহবধূর মৃত্যু ...

চট্টগ্রাম: রাউজানে গ্যাসের চুলার আগুনে দগ্ধ গৃহবধূ সানজিদা সুলতানা (২২) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

বুধবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।

 

সানজিদা সুলতানা মইশকরম গ্রামের মুহাম্মদ রাসেলের স্ত্রী। ১৪ ডিসেম্বর সন্ধ্যা ৭টার দিকে রান্না করার সময় গ্যাসের চুলা থেকে কাপড়ে আগুন লেগে তিনি দগ্ধ হন।

এতে শরীরের ৬০ শতাংশের বেশি দগ্ধ হয় বলে জানান চিকিৎসকরা।  

উরকিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মুহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, গ্যাসের চুলার আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পরিবারের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা,  ডিসেম্বর ২৯, ২০২২
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।