চট্টগ্রাম: নগরের পাঁচলাইশ থানার এশিয়ান হাউজিং এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে শাহাদাত হোসেন আফনান নামে এক শিক্ষানবিশ আইনজীবী আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শাহাদাত হোসেন আফনান বাংলানিউজকে বলেন, রাত ১২টার দিকে বন্ধুর সঙ্গে দেখা শেষে মোটরসাইকেলে করে ফিরছিলেন। এ সময় এশিয়ান হাউজিং এলাকায় পিএইচপি প্রোটন শোরুমের সামনে রাস্তা আটকে এক যুবক দাঁড়িয়ে থাকেন।
তিনি আরও বলেন, এসময় তার সঙ্গে থাকা আরেকজন সহযোগী আফনানের পকেটে থাকা মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু ছুরি হাতে থাকায় আশেপাশের কেউ এগিয়ে আসেনি। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা করা হয়েছে। এ ঘটনায় পাঁচলাইশ থানায় মামলা করেছি।
পাচঁলাইশ থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) নুরুল আবছার বাংলানিউজকে বলেন, ছুরিকাঘাতকারীকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে।
এমআই/পিডি/টিসি