চট্টগ্রাম: নগরের সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৭ হাজার ইয়াবাসহ এক নারীসহ দুই জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার (২৮ ডিসেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, মো. নজরুল ইসলাম (৪০) ও বেবী আক্তার (৪০)। তাদের উভয়ের বাড়ি আনোয়ারা উপজেলায়।
মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পুলিশ পরিদর্শক মোক্তার হোসেন বাংলানিউজকে বলেন, পূর্ব মাদারবাড়ি এলাকায় বিপুল পরিমাণ মাদক নিয়ে তারা অবস্থান করছিল। বুধবার রাতে অভিযান চালিয়ে ৭ হাজার ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার নজরুল ও বেবী পরস্পর আত্মীয় হয়।
তিনি আরও বলেন, ইয়াবাগুলো টেকনাফ থেকে সংগ্রহ করে শহরের বিভিন্ন এলাকায় পাচার করার চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে সদরঘাট থানায় মাদক আইনে মামলার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
এমআই/পিডি/টিসি