ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মাদকের মামলায় একজনের ৩ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
মাদকের মামলায় একজনের ৩ বছরের কারাদণ্ড প্রতীকী ছবি

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানার মাদক মামলায় নজরুল ইসলাম নজু নামে এক ব্যক্তিকে ৩ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।  

সোমবার (২ জানুয়ারি) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন।

 সাজাপ্রাপ্ত আসামি নজরুল, কুমিল্লা জেলার মুরাদনগর থানার চন্দপুর এলাকার মো. শাহজাহানের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, গত ২০০৮ সালের ১৬ ডিসেম্বর নগরের কোতোয়ালী থানার মোড় থেকে ৬০ লিটার চোলাই মদ নজরুল ইসলাম নজুকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় তৎকালীন কোতোয়ালী থানার উপ পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে মাদক মামলা করেন। ২০০৯ সালের ২০ জানুয়ারি নজরুল ইসলাম নজুকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়। আদালতে এ মামলায় ৪ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. ওমর ফুয়াদ বাংলানিউজকে বলেন, মাদকের মামলায় নজরুল ইসলামকে ৩ বছর সশ্রম কারাদণ্ড, অনাদায়ে ৫ হাজার টাকা জরিমানা ও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় আসামি পলাতক ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।