ঢাকা, বৃহস্পতিবার, ৩০ আশ্বিন ১৪৩২, ১৬ অক্টোবর ২০২৫, ২৩ রবিউস সানি ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ছাত্রদল নেতার হত্যায় জড়িত আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৬, অক্টোবর ১৫, ২০২৫
ছাত্রদল নেতার হত্যায় জড়িত আটক ১ মানচিত্র

চট্টগ্রাম: হাটহাজারী উপজেলার চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপি দাস হত্যাকাণ্ডের ঘটনায় 
জড়িত থাকার অভিযোগে মো.আফসার উদ্দীন (১৮) নামে একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে উপজেলার ফতেয়াবাদ এলাকার একটি ক্লিনিক থেকে তাকে আটক করা হয়।

 

আফসার উদ্দীন, কক্সবাজার জেলার কক্সবাজার সদর থানার পানখালী এলাকার কবির আহম্মদের ছেলে। তিনি হাটহাজারী উপজেলার সুজন কলোনিতে বসবাস করে আসছিল বলে জানা গেছে।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো.তারেক আজিজ বাংলানিউজকে বলেন, অপি দাস হত্যাকাণ্ডের সময় আফসার উদ্দীন নিজেও আহত হয়। গোপনে হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আফসার উদ্দীনকে আটক করা হয়েছে। এই হত্যায় জড়িত অন্যান্য আসামিদের আটকের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গগত, মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে হাটহাজারীর উপজেলার চৌধুরীহাটে দুর্বৃত্তের ছুরিকাঘাতে চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপি দাশ (২৬) নিহত হয়েছেন।  একই ঘটনায় তানভীর নামে আরেকজন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।  

এমআই /টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।