ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

উই ব্রাদার্সের উদ্যোগে পিঠা উৎসব

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
উই ব্রাদার্সের উদ্যোগে পিঠা উৎসব

চট্টগ্রাম: সামাজিক সংগঠন উই ব্রাদার্সের উদ্যোগে এবং ইউনিটেক্স গ্রুপের সৌজন্যে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকালে নগরের প্যারেড মাঠে এ উৎসবের উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী।  

উই ব্রাদার্সের মুখপাত্র অহিদুন্নবী চৌধুরী বাবু সভাপতিত্বে পিঠা উৎসবে বিশেষ অতিথি ছিলেন ইউনিটেক্স গ্রুপের সিএফও মোহাম্মদ আরিফ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এনায়েত উল্লাহ পাটোয়ারী, মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদফতর চট্টগ্রাম অঞ্চলের ভারপ্রাপ্ত পরিচালক ড. গাজী গোলাম মওলা।

 

চট্টগ্রাম কলেজ এর সহকারী অধ্যাপক মোহাম্মদ মুহিব উল্লাহর পরিচালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইউনুস, পিঠা উৎসব কমিটির চেয়ারম্যান মোশারফ হোসাইন, ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দীন, সদস্য সচিব শরীফ উদ্দীন দিদার, উই ব্রাদার্সের সদস্য নাসির উদ্দীন হায়দার রাসেল,  নাসির উদ্দীন, আবু তাহের, আলমগীর হোসেন, ডাক্তার মো.সাজ্জাদ, অধ্যক্ষ মো. হোসাইন, প্রফেসর নাসির উদ্দীন, প্রফেসর শাহ আলম, মোসলেহ উদ্দীন টিপু, সাহাব উদ্দীন, খোকন চেধৈুরী, এক্সিম ব্যাংক আগ্রাবাদ শাখার ম্যানেজার এনায়েত উল্লাহ, ব্যাংকার এমদাদ হোসেন, মোহাম্মদ বোরহান উদ্দীন, আশরাফ উদ্দীন, শফিকুর রহমান, নুরুল ইসলাম, নিজাম উদ্দীন,  আহমদ নুর, সাগর চৌধুরী, মোহাম্মদ আরাফাত প্রমুখ।

উৎসবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ভাপা, চিতই, পুলি, পাটিসাপটা, বিনি পিঠাসহ অনেক পদের পিঠা  উৎসবে আগত দর্শনার্থীদেরকে পরিবেশন করা হয়।
  
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।