চট্টগ্রাম: আয়ের উৎস গোপন করে ব্যাংকে প্রায় হাজার কোটি টাকার সন্দেহজনক লেনদেন এবং ঘুষ-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য দিদারুল আলম ও তার স্ত্রী ইসমত আরা বেগমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল মালেক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এ আলাদাভাবে দুটি মামলা দায়ের করেন।
দুদকের মামলায় উল্লেখ করা হয়, দিদারুল আলম জ্ঞাত আয়বর্হিভূত ১৩ কোটি ৯৮ লাখ টাকার সম্পদ অর্জন করেছেন।
এদিকে দিদারুল ও ইসমতের বিরুদ্ধে করা মামলায় অভিযোগ করা হয়েছে, ইসমত আরা তার স্বামীর সহযোগিতায় জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ ১ কোটি ৪৭ লাখ ৬০ হাজার ৪৫০ টাকার সম্পদ অর্জন করেছেন। এ সম্পদ তার স্বামী দিদারুল আলম সংসদ সদস্য থাকার সময় ঘুষ-দুর্নীতির মাধ্যমে অর্জন করেছেন বলে উল্লেখ করা হয়েছে। ইসমত আরার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তিনি স্বামীর সহযোগিতায় সংসদ সদস্য থাকাকালে ঘুষ-দুর্নীতির মাধ্যমে ১ কোটি ৪৭ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন।
অবৈধ সম্পদ ভোগদখলে রাখায় ইসমত আরার বিরুদ্ধে দুদক আইনের ২৭ (১) এবং অসৎ উপায়ে অর্জিত অর্থ স্ত্রীর নামে রেখে ভোগদখল করায় দিদারুল আলমের বিরুদ্ধে দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাটি করা হয়েছে।
প্রসঙ্গত, দিদারুল আলম ২০১৪ ও ২০১৮ সালে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও নগরীর একাংশ) আসন থেকে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ২০২৪ সালের নির্বাচনে তিনি মনোনয়ন পাননি। ওই বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই তিনি আত্মগোপনে আছেন।
এমআই/টিসি